সঠিক উত্তর হচ্ছে: পরিণাম
ব্যাখ্যা: মোহাম্মদ নজিবর রহমান (১৮৬০ - ১৮ অক্টোবর, ১৯২৩) বাংলা ভাষার একজন ঔপন্যাসিক যিনি ঊনবিংশ শতাব্দীতে সাহিত্যের জগতে প্রবেশ করেছিলেন। তৎকালীন সময়ে একজন ঔপন্যাসিক হিসাবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।মোহাম্মদ নজিবর রহমান ২০টির মতো উপন্যাস রচনা করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঃ আনোয়ারা;চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি;পরিণাম;গরীবের মেয়ে,দুনিয়া আর চাই না;মেহেরউন্নিসা,প্রেমের সমাধি ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]