সঠিক উত্তর হচ্ছে: বিভক্তি
ব্যাখ্যা: ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয় । ক্রিয়া পদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। যেমনঃ \'করে\' একটি ক্রিয়াপদ। এতে দুটি অংশ রয়েছে। কর্ + এ; এখানে \'কর্\' ধাতু এবং \'এ\' বিভক্তি।