সঠিক উত্তর হচ্ছে: নিরালোকে দিব্যরথ
ব্যাখ্যা: কবি শামসুর রহমান রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে নিরালোকে দিব্যরথ, বিধ্বস্ত নীলিমা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, বন্দি শিবির থেকে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এক ফোটা কেমন অনল, নিজ বাসভূমে, প্রতিদিন ঘরহীন ঘরে ইত্যাদি উল্লেখযোগ্য। দূর হ দুঃশাসন এবং শিয়রে বাংলাদেশ নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ। নিরন্তর ঘন্টাধ্বনি সেলিনা হোসেন রচিত উপন্যাস।