ব্যাখ্যা: মামুনুর রশীদ মূলত নের নাট্যকার ছিলেন। তাঁর রচিত বিখ্যাত নাটক- ওরা কদম আলী, ওরা আছে বলেই, মে দিবস, ইবলিশ, এখানে নোঙর, গিনিপিগি, সমতট, পাথর, লেবেদেফ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।