সঠিক উত্তর হচ্ছে: কালের পুতুল
ব্যাখ্যা: বাংলা কাব্যের পঞ্চপান্ডবের অন্যতম বুদ্ধদেব বসু।
- বুদ্ধদেব বসুর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘কালের পুতুল’।
বুদ্ধদেব বসুর গল্প:
- ‘অভিনয়, অভিনয় নয়’,
- রেখাচিত্র,
- হাওয়া বদল ইত্যাদি। (রেখাচিত্র - আবুল ফজলের আত্মজীবনীমূলক গ্রন্থ।)
বুদ্ধদেবের উপন্যাস: -
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।
- যে আঁধার আলোর অধিক - তার কাব্যগ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।