সঠিক উত্তর হচ্ছে: সচেতনতা সৃষ্টি
ব্যাখ্যা: এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কার্যকরী হচ্ছে সচেতনতা সৃষ্টি।\n\nএইচ.আই.ভি. (HIV; পূর্ণরূপ: human immunodeficiency virus)\n\n\"মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস\" নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগলক্ষণসমষ্টি, যা মানুষের দেহে রোগ - প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতা হ্রাস করে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনও সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।