সঠিক উত্তর হচ্ছে: C
ব্যাখ্যা: C হলো উচ্চস্তরের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা । DOS হলো PC - DOS বা MS - DOS অপারেটিং সিস্টেমের সাধারণ নাম । CP/M হলো ইন্টেল 8080/85 ভিত্তিক মাইক্রো কম্পিউটারের জন্য Mass Market অপারেটিং সিস্টেম। মুক্ত সোর্স অপারেটিং সিস্টেম UNIX এর একটি সংস্করণ হলো XENIX।