সঠিক উত্তর হচ্ছে: সেলিম আল দীন
ব্যাখ্যা: \'যৈবতী কন্যার মন\' নাটকটির রচয়িতা বাংলাদেশের অন্যতম নাট্যকার সেলিম আল দীন।
সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনি জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর উল্লেখযোগ্য নাটকসমূহ
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক
- জন্ডিস ও বিবিধ বেলুন
- বাসন
- মুনতাসির ফ্যান্টাসী
- শকুন্তলা
- কীত্তনখোলা
- কেরামতমঙ্গল
- যৈবতী কন্যার মন
- চাকা
- হরগজ
- হাতহদাই
- নিমজ্জন
- ধাবমান
- বনপাংশুল প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।