ভূমির আকৃতি ও প্রকৃতির কারণে কোনো একটি অঞ্চলকে বদ্বীপ বলা হয়ে থাকে। বাংলা ব অক্ষরের আকৃতি অথবা গ্রিক বড় হাতের অক্ষর ডেল্টা এর আকৃতি বিশিষ্ট ভূখণ্ডকে ব-দ্বীপ বলা হয়। এ পৃথিবীতে যতগুলো ব দ্বীপ রয়েছে তার মধ্যে বৃহত্তম হলো বাংলাদেশ। আর তাই বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয়।