নিচের অপশন গুলা দেখুন
- অন্নদামঙ্গল
- চন্ডীমঙ্গল
- মনসামঙ্গল
- ধর্মমঙ্গল
অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।
যথা :
- শিবনারায়ণ
- কালিকামঙ্গল
- মানসিংহ-ভবানন্দ খণ্ড
- কালিকামঙ্গল নামে অভিহিত কাব্যধারাকে \'বিদ্যাসুন্দর\' বা \'বিদ্যাসুন্দরকাহিনি\' বলা হয়।
- দেবী কালীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই মঙ্গল কাব্যে।
- কালিকামঙ্গল কাব্যের আদি কবি - কবি কঙ্ক। এছাড়া, সাবিরিদ খান ও রমাপদ সেন - কালিকা মঙ্গল রচনা করেছেন।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।