সঠিক উত্তর হচ্ছে: লুইপা
ব্যাখ্যা:
চর্যাপদের প্রথম পদ রচয়িতা ছিলেন লুইপা।
- তিনি ১নং, ২৯নং সংখ্যক পদ রচনা করেন।
তাঁর রচিত প্রথম পদ হলো,
\'চঞ্চল তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।\'
অর্থাৎ,
\"দেহ গাছের মতো, এর পাঁচটি ডাল।
চঞ্চল মনে কাল প্রবেশ করে।\"
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।