সঠিক উত্তর হচ্ছে: রাখালী
ব্যাখ্যা: ১৯২৭ সালে প্রকাশিত রাখালী কাব্য হলো কবি জসীম উদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বিখ্যাত কবর কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্গত। নকশী কাঁথার মাঠ তার সর্বশ্রেষ্ঠ কাব্য যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। বালুচর ১৯৩০ সালে প্রকাশিত হয়। মা যে জননী কান্দে (১৯৬৩) তার সর্বশেষ কাব্যগ্রন্থ। বোবা কাহিনী জসীম উদদীন রচিত একমাত্র উপন্যাস৷ (সূত্রঃ Hello BCS লেকচার)