সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: যদি কোন দেশের কোনরুপ জলসীমা না থাকে, অন্য কথায়, যদি কোন একটি দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে থাকে তাকে ল্যান্ড লকড কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ বলা হয়। এই সমস্ত দেশ গুলোকে পার্শ্ববর্তী দেশের সমূদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য। আফ্রিকা মহাদেশে স্থলবেষ্টিত দেশের সংখ্যা সবথেকে বেশী, ১৬ টি। পরের স্থানটি দখল করে আছে আমাদের এশিয়া মহাদেশ, ১০ টি। ইউরোপে এই সংখ্যা সংজ্ঞাভেদে ৯ থেকে ২০ পর্যন্ত হয়। দক্ষিন আমেরিকা মহাদেশে সবথেকে কম, ২টি। উত্তর আমেরিকা আর ওশেনিয়া মহাদেশে কোন স্থলবেষ্টিত দেশ নেই।