সঠিক উত্তর হচ্ছে: ইছামতী
ব্যাখ্যা: পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস।অপরাজিত তার দ্বিতীয় উপন্যাস।তার রচিত সর্বশেষ উপন্যাস ইছামতি।\nইছামতী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত শেষ প্রকাশিত উপন্যাস। ... তাঁর মৃত্যুর পর পশ্চিমবঙ্গ সরকার এই উপন্যাসের জন্য তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করেন (১৯৫০-৫১)।\nসূত্রঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর