সঠিক উত্তর হচ্ছে: তৃতীয় ভাগে
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগ \"মৌলিক অধিকার\" অনুসারে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক বাংলাদেশী স্বতঃসিদ্ধভাবে কতিপয় মৌলিক অধিকারের মালিক। তৃতীয় ভাগ \"মৌলিক অধিকার\"-এর শুরুতেই ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না।