সঠিক উত্তর হচ্ছে: গম্ভীর্য
ব্যাখ্যা: ‘গম্ভীর’ বিশেষণ এবং ‘গম্ভীর্য’ বিশেষ্য। ‘জাত’ শব্দটি অর্থভেদে বিশেষ্য ও বিশেষণ হয়। বর্ণ, বংশগত বা জন্মগত সামাজিক অধিকার বোঝাতে ‘জাত’ বিশেষ্য পদ হয় এবং উৎপন্ন, জন্ম, প্রাকৃত, খাঁটি, সঞ্চয় করা প্রভৃতি বোঝালে বিশেষণ পদ হয়। ‘গৈরিক’ শব্দটিও বিশেষ্য ও বিশেষণ হয়। যেমন- গিরিমাটি, স্বর্ণ, গেরুয়া রঙ, গেরুয়া বসন প্রভৃতি বোঝাতে জাত বিশেষ্য এবং একই অর্থেই কোন কোন ক্ষেত্রে শব্দটিকে বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে দেখা যায়।