সঠিক উত্তর হচ্ছে: লুকোচুরি
ব্যাখ্যা: কই মাছের প্রাণ - কড়া জান; যে সহজে মরে না এমন\nকইয়ে বলিয়ে / বলিয়ে কইয়ে - কথা বলায় দক্ষ এমন চৌখশব্যক্তি\nকইয়ের তেলে কই ভাজা - কোনো কাজের লাভ থেকে সে কাজ চালানো; পরের ওপর দিয়ে চলা; সমার্থক ভাগধারা- গঙ্গাজলে গঙ্গা পূজা; মাছের তেলে মাছ ভাজা\nকংস মামা- নির্মম আত্মীয়; নিকটজনের প্রবল বিদ্বেষী।\n[তথ্যসূত্রঃ রচনা সম্ভার, সপ্তম-অষ্টম শ্রেণি]