সঠিক উত্তর হচ্ছে: ৫ টি
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ৫ টি ভাগ রয়েছে। প্রস্তাবনা সংবিধানের শীর্ষ সংযুক্ত একটি ঘোষণা। এতে সংবিধান রচনার মৌল উদ্দেশ্য, জনগণের অঙ্গিকার, রাষ্ট্রের লক্ষ্য ইত্যাদি উল্লেখ থাকে। পঞ্চম সংশোধনী দ্বারা বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার শীর্ষে \'বিসমিল্লাহির রাহমানির রহিম\' সংযুক্ত করা হয়। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)