সঠিক উত্তর হচ্ছে: সন্ধিবদ্ধ শব্দ
ব্যাখ্যা: স্বরের সঙ্গে ব্যঞ্জনের, ব্যঞ্জনের সঙ্গে স্বরের বা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে।\nব্যঞ্জনসন্ধিকে তিন শ্রেণিতে ভাগ করা যায়ঃ\nক) স্বরে ব্যঞ্জনে সন্ধি\nখ) ব্যঞ্জনে স্বরে সন্ধি\nগ) ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি\nযেমনঃ বক+কচ্ছপ= বকচ্ছপ\nবদ+জাত (দ্+জ্)=বজ্জাত।\nইত্যাদি\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]