সঠিক উত্তর হচ্ছে: ঞ + ছ
ব্যাখ্যা: দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনির মাঝে কোন স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরূপ বর্ণকে যুক্ত ব্যঞ্জন বর্ণ বলে। যেমনঃ ঞ্ছ = ঞ + ছ, হ্ম = হ + ম, ক্ষ = ক + ষ ইত্যাদি। \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)]