সঠিক উত্তর হচ্ছে: বহুব্রীহি সমাস
ব্যাখ্যা: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি। লাঠালাঠি, কানাকানি, চুলাচুলি, গালাগালি, কোলাকুলি, হাসাহাসি, দেখাদেখি, ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।