সঠিক উত্তর হচ্ছে: ২/৩
ব্যাখ্যা: ? ১ বার নিক্ষেপ করলে মোট ফলাফল = ৬টি। 
\n\n? তা থেকে ২ দ্বারা বিভাজ্য সংখ্যা হবে ২টি (২, ৪ ও ৬) আবার ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হবে ২টি (৩ ও ৬), 
\n\n? সুতরাং ২ ও ৩ দিয়ে বিভাজ্য সংখ্যা হল (২,৩,৪ এবং ৬) = ৪টি (যেহেতু ৬ দুবার আছে)  তাই উত্তরটি হবে ৪/৬  বা ২/৩।