সঠিক উত্তর হচ্ছে: কাদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি
ব্যাখ্যা: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালে পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি করে হত্যা করেছিল মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। মাহবুব উল আলম চৌধুরী তখন রোগশয্যায় শায়িত; তাঁর সারা শরীরে জলবসন্তের চিহ্ন। রাত জেগে তিনি লিখলেন আগুনঝরা কবিতা: \'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি\'। এই কবিতাটি একুশ নিয়ে লেখা প্রথম কবিতা।
উৎসঃ দৈনিক প্রথম আলো