সঠিক উত্তর হচ্ছে: ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া\n
ব্যাখ্যা: ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সার্ভারগুলোকে ক্লাউড সার্ভার বলা হয়। এ সার্ভারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীর সামর্থ্য, প্রয়োজন ও চাহিদা মোতাবেক এরা সেবা দিয়ে থাকে। বিষয়টি আরো পরিষ্কার করে বললে Resources Flexibility, On Demand, Pay as you go-এ তিনটি বৈশিষ্ট্যের উপর ক্লাউড সার্ভারের সেবা নির্ভর করে। [তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান]