সঠিক উত্তর হচ্ছে: আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা: চিলেকোঠার সেপাই\' উপন্যাসের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। এ উপন্যাসকে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়। উপন্যাসটির মধ্যে ঊনসত্তরের বিক্ষুব্ধ সমাজ-রাজনৈতিক ঘটনাপ্রবাহ রূপায়িত হয়েছে। একটি সময়পরিধির সামাজিক-রাজনৈতিক জীবনের সমগ্রতা সৃষ্টির প্রয়োজনে নগর ও গ্রামের জীবন প্রবাহকে অখণ্ড তাৎপর্য রূপায়িত করেছেন ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াস। তার রচিত শ্রেষ্ঠ উপন্যাস \'খোয়াবনামা\'। শওকত আলী রচিত উল্লেখযোগ্য উপন্যাস : পিঙ্গল আকাশ, যাত্রা, ওয়ারিশ ও দলিল। সৈয়দ ওয়ালীউল্লাহ্র বিখ্যাত উপন্যাস : লালসালু ও চাঁদের অমাবস্যা। শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস : ক্রীতদাসের হাসি, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য ও জলাঙ্গী । [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]