সঠিক উত্তর হচ্ছে: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: শহীদুল্লাহ সবসময়ই সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এম.এ পাশ করার পরই তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন। ১৯৪৮ সালে তিনি পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সভাপতি ছিলেন। তিনি উর্দু অভিধান প্রকল্পেরও সম্পাদক ছিলেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো -
\nভাষা ও সাহিত্য
\nবাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
\nদীওয়ানে হাফিজ
\nরুবাইয়াত-ই-ওমর খৈয়াম
\nনবী করিম মুহাম্মাদ
\nইসলাম প্রসঙ্গ
\nবিদ্যাপতি শতক
\nবাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
\nবাংলা ভাষার ব্যাকরণ
\nব্যাকরণ পরিচয়
\nবাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
\nমহররম শরীফ
\nটেইল ফ্রম দি কুরআন
\nBuddhist Mystic Songs (১৯৬০)
\nHundred Sayings of the Holy Prophet