সঠিক উত্তর হচ্ছে: শ্বেত রক্তকণিকা
ব্যাখ্যা: শ্বেত কণিকা (White Blood cell)
\n? শ্বেত রক্তকণিকার কোন নির্দিষ্ট আকার নেই। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
\n? শ্বেত রক্ত কণিকার গড় আয়ু ১-১৫ দিন।
\n? শ্বেত রক্ত কণিকার স্বাভাবিক মাত্রা 4000 – 10000/কিউবিক মি.মি. রক্তে।
\n? শ্বেত রক্ত কণিকার পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গেলে তাকে বলে লিউকোপেনিয়া।
\n? শ্বেত রক্ত কণিকার পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে বলে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। এইডস রোগে রক্তের শ্বেত রক্ত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়।\n