সঠিক উত্তর হচ্ছে: মিশরীয়রা
ব্যাখ্যা: মিশরীয়দের জ্যাতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্রের সাথে ছিল গভীর যোগাযোগ। ৪২০০ খ্রিস্টপূর্বাব্দে তারা সৌর পঞ্জিকা আবিষ্কার করে। তখন থেকেই ৩৬৫ দিনে বছর গণনা শুরু হয়। এছাড়া ১২ মাসে ১ বছর, ৩০ দিনে এক মাস এই রীতিও চালু করে মিশরীয়রা।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)]