সঠিক উত্তর হচ্ছে: করণ
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে \'কিসের দ্বারা\' বা \'কী উপায়ে\' প্রশ্ন করলে উত্তরে করণ কারক পাওয়া যায়।\nরনি তাস খেলে। — করণকারক। ছেলেরা মাঠে বল খেলে। — করণকারক।