সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: ”বিষবৃক্ষ\" কর্মধারয় সমাস।\n\nযেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন : নিল যে পদ্ম = নীল পদ্ম।