সঠিক উত্তর হচ্ছে: প্রবন্ধ
ব্যাখ্যা: গো-জীবন মীর মশাররফ হোসেন রচিত একটি প্রবন্ধ। এটি ১৮৮৯ সালে প্রকাশিত হয়। রচনাটি এজন্যে বিখ্যাত যে, এটার জন্যে লেখক মীর মশাররফ হোসেন কে মামলায় জড়িয়ে পড়তে হয়। মীর মশাররফ হোসেনের অন্যান্য লেখনির ভেতর আছে- বিষাদ সিন্ধু, বসন্তকুমারী, আমার জীবন, বিবি কুলসুম, ইত্যাদি। [তথ্যসূত্রঃভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ]