সঠিক উত্তর হচ্ছে: জীবন থেকে নেয়া
ব্যাখ্যা: উপন্যাসঃ
\nশেষ বিকেলের মেয়ে (১৯৬০) প্রথম উপন্যাস। প্রকাশক: সন্ধানী প্রকাশনী (রোমান্টিক প্রেমের উপাখ্যান)
\nহাজার বছর ধরে (১৯৬৪) আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত আখ্যান। (চলচ্চিত্ররূপ (২০০৫)
\nআরেক ফাল্গুন (১৯৬৯) বায়ান্নর রক্তস্নাত ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত কথামালা।
\nবরফ গলা নদী (১৯৬৯) প্রথম প্রকাশ: \'উত্তরণ\' সাময়িকী। অর্থনৈতিক কারণে বিপর্যস্ত ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্ব গাথা।
\nআর কতদিন (১৯৭০) অবরুদ্ধ ও পদদলিত মানবাত্নার আন্তর্জাতিক রূপ এবং সংগ্রাম ও স্বপ্নের আত্মকথা।\nকয়েকটি মৃত্যু\nএকুশে ফেব্রুয়ারি (১৯৭০)
\nতৃষ্ণা (১৯৬২)
\nগল্পসমগ্রঃ
\nসূর্যগ্রহণ প্রথম গল্পগ্রন্থ (১৩৬২ বঙ্গাব্দ)
\n\'সোনার হরিণ
\n\"সময়ের প্রয়োজনে
\nএকটি জিজ্ঞাসা
\nহারানো বলয়
\nবাঁধ
\nনয়াপত্তন
\nমহামৃত্যু
\nভাঙাচোরা
\nঅপরাধ
\nস্বীকৃতি
\nঅতি পরিচিত
\nইচ্ছা অনিচ্ছা
\nজন্মান্তর
\nপোস্টার
\nইচ্ছার আগুনে জ্বলছি
\nকতকগুলো কুকুরের আর্তনাদ
\nকয়েকটি সংলাপ (১৯৭১)
\nদেমাক
\nম্যাসাকার
\nএকুশের গল্প
\nঅন্যান্য রচনাঃ
\nপাকিস্তান থেকে বাংলাদেশ (প্রবন্ধ), কলকাতার ঐতিহ্যবাহী \'পরিচয়\' সাহিত্যপত্রের বাংলাদেশ সংখ্যায় (জুলাই ১৯৭১) এ প্রকাশিত হয়।\n\nঅক্টোবর বিপ্লব ও সোভিয়েত চলচ্চিত্র (প্রবন্ধ), সোভিয়েত বিপ্লবের ৫০ তম বার্ষিকী উপলক্ষে অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপ্লব উদ্যাপন কমিটির (ঢাকা) স্মরণিকা \'তরঙ্গ\'-এ (নভেম্বর, ১৯৬৭) প্রকাশিত হয়।
\nওদের জানিয়ে দাও (কবিতা)
\nজহির রায়হান রচনাবলি ১ম খণ্ড
\nজহির রায়হান রচনাবলি ২য় খণ্ড
\nপত্রিকা সম্পাদনা
\nএক্সপ্রেস (ইংরেজি সাপ্তাহিক)
\nপ্রবাহ (বাংলা মাসিক)
\nচলচ্চিত্র
\nসহকারী পরিচালক হিসেবে\nজাগো হুয়া সাভেরা (১৯৫৯)
\nএদেশ তোমার আমার (১৯৫৯)
\nনবারুণ (১৯৬০)
\nযে নদী মরুপথে (১৯৬১)