সঠিক উত্তর হচ্ছে: বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: ত্রিশের দশকে \'কবিতা\' ছিল একটি ত্রৈমাসিক পত্রিকা। এর সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। ১৯৩০ এর দশকে একদল তরুণ কবি বাংলা সাহিত্যে রবীন্দ্রপ্রভাব উপেক্ষা করে পাশ্চাত্যের আধুনিক কবিতার রীতি অনুসরণ করে কবিতা রচনায় মেতে উঠেছিলেন। এ আধুনিক কবিদের মুখপাত্র ছিল কবিতা পত্রিকা।