নিচের অপশন গুলা দেখুন
- প্রকৃতি
- ধাতু
- উপধা
- প্রাতিপদিক
ধাতুঃ ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে।
প্রাতিপদিকঃ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
উপসর্গঃ যেসব অব্যয় বা শব্দাংশ অন্য শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করে তাকে উপসর্গ বলে।
প্রত্যয়ঃ নামপ্রকৃতি (প্রাতিপদিক) বা ক্রিয়ামূলের (ধাতু) পরে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সে বর্ণ বা বর্ণসমষ্টিকে প্রত্যয় বলে।