সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: ঘরমুখো প্রত্যয়ন্ত সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হবে ঘরের দিকে মুখ যার। যে বহুব্রীহি সমাসে সমস্তপদে আ, এ, ও প্রভৃতি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। এমন আরো কিছু সমাসের উদাহরণ - এক চোখা, দোনলা, দোতলা, ঊনপাজুরে ইত্যাদি [তথ্যসূত্রঃ দেশ রুপান্তর সাপ্তাহিক ব্যাকরণ আয়োজন]