সঠিক উত্তর হচ্ছে: বাক্ + দান
ব্যাখ্যা: ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য>জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জন ধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। যথা : ক্ + দ্ = গ্ + দ্→ বাক্ + দান = বাগদান; ট্ + য = ড্ + য → ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র; ত্ + ঘ = দ্ + ঘ → উৎ + ঘাটন = উদ্ঘাটন ইত্যাদি।