সঠিক উত্তর হচ্ছে: ওজোন
ব্যাখ্যা: ওজোন হল অক্সিজেনের একটি রুপভেদ .যাতে অক্সিজেনের তিনটি পরমানু বিশেষ প্রক্রিয়ায় যুক্ত।\nকাজ-পৃথিবীর বায়ু মন্ডলের উপরে পৃথিবীকে ঘিরে ওজোন গ্যাসের একটি স্তর বিদ্যমান। যা সূর্যের তাপ বিকিরন ও সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি যেমন অতিবেগুনি, গামা রশ্মি সহ পৃথিবীতে বসবাসকারি জীবকুলের জন্য অত্যন্ত ক্ষতিকর তা পৃথিবীতে আসতে বাধা দান করে .ফলে পৃথিবীর তাপ মাত্রা নিয়ন্ত্রনে থাকে এবং পৃথিবীর পরিবেশ জীবকুলের অনুকুলে থাকে।