সঠিক উত্তর হচ্ছে: জনকল্যাণ
ব্যাখ্যা: একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো--জনকল্যাণ.একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রভৃতি । তবে সবগুলোই জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ-ই হবে একজন জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ ।