সঠিক উত্তর হচ্ছে: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস গুলো হলো- বড়দিদি (প্রথম উপন্যাস), শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, দেনাপাওনা, পলী সমাজ, দেবদাস, দত্তা, শুভদা, শেষপ্রশ্ন, শেষের পরিচয়, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল, নববিধান, বিরাজ বৌ ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]