সঠিক উত্তর হচ্ছে: চাঁদের আসর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের একজন অন্যতম কবির নাম ফররুখ আহমদ। তিনি শিশু-কিশোর কবিতা লিখেছেন, তবে তার লেখা অন্যান্য কবিতার তুলনায় শিশু-কিশোর ছড়া-কবিতার ওপর খুব কম আলোচনা হয়েছে। তার লেখা শিশু-কিশোর কবিতার সংখ্যা মোট ২১। প্রকাশিত শিশুতোষ বই সাতটি। কবি বেঁচে থাকতে প্রকাশ হয়েছে চারটি ছড়ার বই। অন্যান্যগুলো অপ্রকাশিতই রয়ে গেছে। তার উল্লেখযোগ্য শিশুতোষ বই- পাখির বাসা (১৯৬৫), হরফের ছড়া (১৯৭০), চাঁদের আসর (১৯৭০), ছড়ার আসর (১৯৭০) ও ফুলের জলসা (১৯৮৫)। কবির প্রথম শিশুতোষ বই ‘পাখির বাসা’।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর]