সঠিক উত্তর হচ্ছে: বিষাদ-সিন্ধু
ব্যাখ্যা:
যে উপন্যাসের ব্যাপ্তি ও পরিধি মহাকাব্যের মতো বিশাল ও ব্যাপক, যে উপন্যাসে ভাষা ও দ্বন্দ্বে মহাকাব্যের ব্যঞ্জনা থাকে তাকে মহাকাব্যিক উপন্যাস বলে।
যেমন :
- বিষাদ-সিন্ধু
- ঢোঁড়াই চরিত মানস
-গোরা
- সংশপ্তক
উৎস : সাহিত্য বিষয়ক সাময়িকী।