সঠিক উত্তর হচ্ছে: ফররুখ আহমদ
ব্যাখ্যা: চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমদের (১৯১৮-১৯৭৪ খ্রি.) প্রথম কাব্যগ্রন্থ \'সাত সাগরের মাঝি\' প্রকাশিত হয় ১৯৪৪ খ্রি.) তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে \'সিরাজাম মুনীরা\' (১৯৫২) , \'নৌফেল ও হাতেম\' (কাব্যনাট্য,১৯৬১ ), \'মুহূর্তের কবিতা\' (সনেট সংকলন\' ১৯৬৩), \'হাতেমতায়ী\' (কাহিনী কাব্য, ১৯৬৬) ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]