সঠিক উত্তর হচ্ছে: ১৮৫৯
ব্যাখ্যা: নীল চাষীদের উপর কোম্পানীর ক্রমাগত অত্যাচারের ফলে নীল চাষিরা ১৮৫৯ সালে বিদ্রোহ করে। ১৮৫৯-৬০ সাল নীল বিদ্রোহের সময়। ১৮৬১ সালে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে এবং কমিশনের সুপারিশে নীল চাষের বিষয়টি কৃষকের ইচ্ছাধীন বলে ঘোষনা করে। পরে, কৃত্রিম নীল আবিষ্কার হওয়ার ফলে ১৮৯২ সালে আদেশে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।