সঠিক উত্তর হচ্ছে: কুহেলিকা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম রচিত কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর বিপ্লবী স্বদেশী দলের কর্মী। তরুণ কবি হারুনের মেসে তার রচিত \'নারী কবিতা\' নিয়ে বিতর্ক শুরু হয়। জাহাঙ্গীরের নারী সম্পর্কে ধারণা নেতিবাচক। সে মনে করে, \'\'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন-পথের কন্টক, রাজপথের দস্যু\'\'। উৎস: Hello BCS লেকচার।