ব্যাখ্যা: আমরা জানি বর্ণালীতে সাতটি বং রয়েছে। এর মধ্যে নীল রং এর বিচ্ছুরণ সবচেয়ে বেশি। পানিতে সকল রং প্রতিফলিত হলেও নীল রঙ বিচ্ছুরণ বেশি হওয়ার কারণে তা চারিদিকে বেশি ছড়িয়ে পড়ে। তাই সমুদ্রের রং নীল দেখায়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।