সঠিক উত্তর হচ্ছে: ২২
ব্যাখ্যা: ১৯৪৫ সালে মিশরের জর্ডানে আরবলীগ গঠিত হয়।\nএর উদ্দেশ্য ছিল প্যালেস্টাইন কে বৃটেনের অছি থেকে মুক্ত করা এবং ইহুদীদের অনুপ্রবেশ রোধ করা।\nএই উদ্দেশ্যে ৬ টি দেশ যেমন,\nইরান, সিরিয়া,মিশর,লিবিয়া,সৌদি আরব,জর্ডান\n( ইসি মিলে সৌদির জর্ডান হয় মনে রাখার সুবিধার্থে) নিয়ে আরবলীগ গঠিত হয়।\nবর্তমান সদস্য সংখ্যা ২২\nসদস্য রাস্ট্র গুলো হচ্ছে-মধ্য প্রাচ্যের মুসলিম দেশ সহ আফ্রিকার মিশর,জিবুতি,আলজারিয়া,সুদান,সোমালিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া,মরক্কো,কেমোরোস।\n