সঠিক উত্তর হচ্ছে: নিম্নভূমি নিমজ্জিত হবে
ব্যাখ্যা: গ্রীনহাউজ ইফেক্টের কারণে সবচেয়ে গুরুতর যে ক্ষতি হবে তা হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে। নিম্নভূমি নিমজ্জিত হলে প্রচুর মানুষ নিজের বাসস্থান ও কর্মসংস্থান হারাবে। গ্রিনহাউজ ইফেক্টের ফলে ২১০০ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ৩.৫ কোটি জলবায় শরনার্থী হবে বলে ধারণা করা যাচ্ছে। [তথ্যসূত্রঃ ভূগোল ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)]