সঠিক উত্তর হচ্ছে: ১৫
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ১৫টি খাঁতে ভাগ করা হয়। যথাঃ (১)কৃষি ও বনজ (২)মৎস সম্পদ (৩)খনিজ ও খনন (৪)শিল্প (ম্যানুঃ) (৫)বিদ্যৎ গ্যাস ও পানি সম্পদ (৬)নির্মান (৭)পাইকারি ও খুচরা বাণিজ্য (৮)হোটেল ও রেস্তোরা (৯)পরিবহন সংরক্ষন ও যোগাযোগ (১০)আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা (১১)রিয়েল এস্টেট ভাড়া ও অন্যান্য ব্যবস্যা (১২)লোক প্রশাসন ও প্রতিরক্ষা (১৩)শিক্ষা (১৪)স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং (১৫)কমিউনিটি সামাজিক ও ব্যক্তিগত সেবা।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]