সঠিক উত্তর হচ্ছে: চট্টগ্রাম
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ইপিজেড \'চট্রগ্রাম ইপিজে\' ১৯৮৩ সালে চট্রগ্রামের হালিশহরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড \'ঢাকা ইপিজেড\' ঢাকার সাভারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি এবং বেসরকারি ইপিজেড ১ টি। সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড। চট্রগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এ ইপিজেডটি ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে। উল্লেখ্য, ১৯৮০ সালে জাতীয় সংসদে \'বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ আইন\' পাসের মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংস্থা \'বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)\' আত্মপ্রকাশ করে।