সঠিক উত্তর হচ্ছে: প্রকৃতি
ব্যাখ্যা: শব্দ বা ধাতুর মূলকে প্রকৃতি বলে। সাধারণ অর্থে শব্দের মূল বলতে মৌলিক শব্দকে এবং ধাতুর মূল বলতে সিদ্ধ বা মৌলিক ধাতুকেই বুঝায়। উদাহরণ: \"দোকান\" শব্দের মূল \"দোকান\", \"ঢাকা\" শব্দের মূল \"ঢাকা\" এবং √লিখ ধাতুর মূল \"লিখ্\", √কর ধাতুর মূল \"কর্\"।